Job Circular
Job Circular

বিমান বাহিনী নিয়োগ

অন্যান্য যোগ্যতা:
নাগরিকত্ব: বাংলাদেশি পুরুশ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিতবিবাহিত।
বয়স: ১৬ থেকে ২১ বছর (০৩ অক্টোবর ২০২১ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােদ্য নয়।
উচ্চতা
পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি প্রসারণ: ২ ইঞ্চি। মহিলা প্রার্থী: কমপক্ষে ৬২ ইঞ্চি। বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: উচ্চতানুযায়ী চোখ: ৬/৬ অথবা বিধি অনুসারে।

প্রার্থীর যােগ্যতা
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ নাগরিক।
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.০০।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (ভালাকপ্রাপ্ত নয়)।
বয়স: ১৬ হতে ২১ বসর (০৩ অক্টোবর ২০২১ তারিখে)। বয়সের ক্ষেত্রে হলফনামা প্রহণযােগ্য নয়।
উচ্চতা: কমপক্ষে ৫-৬ (১৬৭.৬৪ সেমি)।
বুকের মাপ: সভাবিক: কমপক্ষে ৩০ ইঞ্চি। প্রসারণঃ ২ ইঞ্চি।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযােগ্য নয়)।
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/-। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য।
বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।
উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ।
জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযােগ।
সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যােগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারাস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে অধ্যয়নের সুযােগ।
বাসস্থান: নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযােগ।
রেশন: ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।
যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকন্টারযােগে যাতায়াতের সুযােগ।
চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযােগ রয়েছে।
এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি
যোগদানের সাম্ভাব্য তারিখ: ০৩ অষ্টোবর ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
যোগদানের সাম্ভাব্য তারিখ: ০৩ অষ্টোবর ২০২১
বাংলাদেশ বিমান বাহিনী  সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদ সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিয়ােক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে Online Apply করা যাচ্ছে ৷
শিক্ষাগত যােগ্যতা:
ইঞ্জিনিয়ারিং: মাধ্যমিকাসমমান এবং উচ্চ মাধ্যমিক-সমমান উত্তয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় বাতীত চিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে নযনতম লেটার গ্রেড এ’ থাকতে হবে
অথবা
GCE ” লেকেলে পলার্থ, পণিত ও রসায়নসহ কমপক্ষে ৫টি বিষয়ে নানতম বি গ্রেড একং GCE ”লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রলায়নে ননতম লেটার পর-বি খাকতে হবে। যে কোনাে স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন প্রকৌশল তড়িৎ পকৌশল ইলেকট্রনি্স প্রকৌশলএরােনটিকযাল (এযারেস্পেস বা এতিনিয) প্রকৌশল-এ ও০ জুন ২০২০ তরিখের পূর্বে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে নূন্যতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে।
biman job
এটিসি: মাধ্যমিকাসমমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ এবং উভয় পরীক্ষায় পদর্থ ও গণিতে নূনম পেটার প্রে ‘এ থাকতে হবে GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে কটি বিষয়ে নানতম ‘বি প্লড এবং GCE ‘এ’ লেডেল পরীক্ষায় পদ ও পলিতে ননতম “বি গ্রে থাকতে হবে। যে কোনাে সকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বিএসসিতে পদার্থ এবং পণিতসহ ন্যূনতম জিপিএ ৩,০০ থাকতে হবে।
এডিডব্লিউসি: মাধ্যমিকসমমান এবং উচ্চ মাধ্যমিকদমমান উকয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫ এবং উভয পরীক্ষায় পল ও পণিতে নতম লেটার গ ‘এ’ গাকতে হবে:
অথবা
GCE ‘ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে নানতম “বি গ এবং GCE ‘এ’ লাডেল পরীক্ষায় পলথ ও পণিতে নুনতম ‘বি’ a থাকতে হবে। যে কোনাে সকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে বিএসসিতে পদার্থ এবং গণিতসহ নানতম জিপিএ ৩,০০ থাকলে কতে হবে।
বিমান বাহিনী নিয়োগ 2021

আরো দেখুন- সাপ্তাহিক  চাকরির পত্রিকা
এছাড়াও কোম্পানির চাকরি খুজতে ক্লিক করুন
সব মিলিয়ে দেশ সেরা কলরেট টেলিটক ব্যবহার করুন দেশের টাকা দেশে রাখুন
কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ Teletalk Bornomala
সম্পর্কে জানতে ক্লিক করুন