প্রার্থীকে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ |
০১. পূবালী ব্যাংক লিমিটেডের যে কোন অনলাইন শাখা থেকে “রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়”, একাউন্ট নাম্বার “STD-430” -তে ৫০০/- ( পাঁচশত টাকা) ২৬-০৮-২০২০ইং বুধবার থেকে ১৪-০৯-২০২০ইং সোমবার পর্যন্ত জমা দেয়া যাবে । পুবালী ব্যাংকের অনলাইন শাখার তালিকা। |
০২. টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে ১৫-০৯-২০২০ইং মঙ্গলবার বেলা ০২টা ৩০মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। |
০৩. আবেদনপত্রে যা যা স্ক্যান করে আপলোড করতে হবেঃ |
(ক) সদ্যতোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি । (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে) |
(খ) স্বাক্ষর । |
(গ) টাকা জমার ব্যাংক রশিদ । |
(ঘ) মুক্তিযোদ্ধা সনদ (মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের জন্য প্রযোজ্য ) । |
০৪. প্রার্থীকে নিম্নলিখিত তিনটি ধাপে আবেদনপত্র পূরণ করতে হবেঃ |
ধাপ ১ : সাইন আপ (সংক্ষিপ্ত তথ্য)। |
ধাপ ২ : ব্যক্তিগত তথ্য ও ৩নং ক্রমিকে উল্লেখিত স্ক্যান কপি আপলোড করতে হবে । |
ধাপ ৩ : শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যাবলী পূরণ করতে হবে। |
০৫. প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার পরে, “আবেদনপত্র সংশোধন করুন” বাটনে ক্লিক করে সম্পাদনা / সংশোধন করতে পারবেন কিন্তু একবার “চূড়ান্ত জমা দিন” বাটনে ক্লিক করা হলে, সম্পাদনা / সংশোধন করার কোন সুযোগ থাকবে না । |
০৬. আবেদনপত্রে বাংলায় টাইপ করার ক্ষেত্রে বিজয় বায়ান্নো অথবা অভ্র সফটওয়্যার ব্যবহার করুন। |
** বিজয় বায়ান্নোতে বাংলা লিখতে কী-বোর্ডের Ctrl+Alt+V বাটন একত্রে চাপুন। পুনরায় ইংরেজীতে লিখতে কী-বোর্ডের Ctrl+Alt+V বাটন একত্রে চাপুন। |
** অভ্রতে বাংলা লিখতে কী-বোর্ডের F12 বাটন চাপুন। পুনরায় ইংরেজীতে লিখতে কী-বোর্ডের F12 বাটন চাপুন। |
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন-


আবেদন করতে ক্লিক করুন
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির পত্রিকা
সব মিলিয়ে দেশ সেরা কলরেট টেলিটক ব্যবহার করুন দেশের টাকা দেশে রাখুন
কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ Teletalk Bornomala
সম্পর্কে জানতে ক্লিক করুন