BGB
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযােজ্য)।
শারীরিক যােগ্যতা:
পুরুষ:
উচ্চতা: ১.৬৭৬ মিটার (৫’-৬”) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫’-৪”)।
ওজন: ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেকি (১০৪ পাউন্ড)।
মহিলা:
উচ্চতা: ১.৫৭৪ মিটার (৫’-২”) উপজাতীয়দের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫’-০”)।
ওজন: ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) উপজাতীয়দের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)
BGB
বুকের মাপ:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে: স্বাভাবিক ৮১.২৮ সেমিঃ (৩২ ইঞ্চি) স্ফীত ৮৬.৩৪ সেঃমিঃ (৩৪ ইঞ্চি) উপজাতীয়দের ক্ষেত্রে ৭৬.২০ সেঃমিঃ (৩০ ইঞ্চি)
স্ফীত ৮১.২৮ সেঃমিঃ (৩২ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে: স্বাভাবিক ৭১.১২ সেমিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃমিঃ (৩০ ইঞ্চি)
দৃষ্টিশক্তি: ৬/৬ হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মােতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।
বয়স:
২২-৮-২০২১ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ২৩-০৮-১৯৯৮ হতে ২২-০৮-২০০৩ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযােজ্য)।
বিবাহিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৬-২০১৬ এবং মহিলা ০২-৬-২০১০ তারিখের পরে হতে হবে)।
অবিবাহিত মুক্তিযােদ্ধার সম্ভান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ০১-০৬-২০২১ তারিখে বয়স ১৮ হতে ৩২ বছর (জন্ম তারিখ ০২-৬-১৯৮৯ হতে ০১-৬-২০০৩ এর মধ্যে হতে হবে)।
বিবাহিত মুক্তিযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সম্তানের সন্তানদের বিবাহকালীন বয়স পুরুষের ক্ষেত্র ন্যূনতম ২৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ১৯ বছর হতে হবে (বিবাহের তারিখ পুরুষ ০২-৬-২০১৪ এবং মহিলা ০২-৬-২০০৮ তারিখের পরে হতে হবে)। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযােগ্য নয়।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযােগ্য নহে)।
ভর্তির স্থান ও তারিখ: রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদেরকে ভর্তির স্থান ও তারিখ এসএমএস (SMS) এর মাধ্যমে জানানাে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: www.bgb.gov.bd।
আবেদন শেষ তারিখ: আসছে
আরো দেখুন- সাপ্তাহিক চাকরির পত্রিকা
এছাড়াও কোম্পানির চাকরি খুজতে ক্লিক করুন
সব মিলিয়ে দেশ সেরা কলরেট টেলিটক ব্যবহার করুন দেশের টাকা দেশে রাখুন
কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ Teletalk Bornomala
সম্পর্কে জানতে ক্লিক করুন